রমজান মাসের সময়সূচি ২০২৬

  

রমজান মাসের সময়সূচি ২০২৬। রমজান মাস হল আল্লাহর নৈকট্য লাভের মাস। আল্লাহ তার বান্দার সবচেয়ে নিকটে থাকে। রমজান মাস গুনাহগারদের মুক্তি বা পাপ মোচনের সবচেয়ে উত্তম মাস। এই মাস বরকতময়, রহমত ও মাগফিরাতের মাস। 

রমজান-মাসের-সময়সূচি

এই মাসে মুসলমানরা সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা থাকে, নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, দোয়া, ইবাদত বেশি করে। রোজা কবে শুরু এবং ঢাকাসহ প্রত্যেক বিভাগের সেহেরি ও ইফতারের সময়সূচী এই পোস্টটির মাধ্যমে জানতে পারবেন।

পেইজে সূচিপত্রঃ রমজান মাসের সময়সূচি ২০২৬

রমজান মাসের সময়সূচি ২০২৬

রমজান মাসের সময়সূচি ২০২৬- জ্যোতিষবিদদের হিসাব অনুসারে পবিত্র রমজানের চাঁদ দেখার সম্ভাব্য তারিখ হচ্ছে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার যা শাবান মাসের ২৯ তারিখ। যদি সাবান মাসের ২৯ তারিখে সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তাহলে মধ্যপ্রাচ্যে রোজা শুরু হবে ১৮ই ফেব্রুয়ারি বুধবার। সেই হিসাবে বাংলাদেশে রোজা শুরু হবে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।

আরও পড়ুনঃ আরবি ১২ মাসের ক্যালেন্ডার ২০২৬ সালের

আর যদি মধ্যপ্রাচ্যে ১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখা না যায়, তাহলে ১৮ ফেব্রুয়ারি চাঁদ দেখা গেলে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে রোজা শুরু হবে। সেই হিসাবে আমাদের দেশে রোজা শুরু হবে ২০ ফেব্রুয়ারি শুক্রবার। তাছাড়াও জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখে তারা সিদ্ধান্ত জানাবে প্রথম রোজা কবে শুরু হবে। তবে সম্ভাব্য প্রথম রোজা শুরু হবে ১৯ অথবা ২০ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার বা শুক্রবার। রমজান মাসের সময়সূচি ২০২৬ ক্যালেন্ডার সব নিম্নে দেওয়া হল।

আরবি মাস/তারিখ ইংরেজি মাস/তারিখ দিন / বার সেহরির শেষ সময় ইফতারীর সময়
১লা রমজান ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ৫ঃ১২ এম ৫ঃ৫৭ পিএম
২রা রমজান ২০ ফেব্রুয়ারি শুক্রবার ৫ঃ১১ এম ৫ঃ৫৮ পিএম
৩রা রমজান ২১ ফেব্রুয়ারি শনিবার ৫ঃ১১ এম ৫ঃ৫৮ পিএম
৪ঠা রমজান ২২ ফেব্রুয়ারি রবিবার ৫ঃ১০ এম ৫ঃ৫৯ পিএম
৫ই রমজান ২৩ ফেব্রুয়ারি সোমবার ৫ঃ০৯ এম ৬ঃ০০ পিএম
৬ই রমজান ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ৫ঃ০৮ এম ৬ঃ০০ পিএম
৭ই রমজান ২৫ ফেব্রুয়ারি বুধবার ৫ঃ০৮ এম ৬ঃ০১ পিএম
৮ই রমজান ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ৫ঃ০৭ এম ৬ঃ০১ পিএম
৯ই রমজান ২৭ ফেব্রুয়ারি শুক্রবার ৫ঃ০৬ এম ৬ঃ০২ পিএম
১০ই রমজান ২৮ ফেব্রুয়ারি শনিবার ৫ঃ০৫ এম ৬ঃ০২ পিএম
১১ই রমজান ০১ মার্চ রবিবার ৫ঃ০৪ এম ৬ঃ০৩ পিএম
১২ই রমজান ০২ মার্চ সোমবার ৫ঃ০৪ এম ৬ঃ০৩ পিএম
১৩ই রমজান ০৩ মার্চ মঙ্গলবার ৫ঃ০৩ এম ৬ঃ০৩ পিএম
১৪ই রমজান ০৪ মার্চ বুধবার ৫ঃ০২ এম ৬ঃ০৪ পিএম
১৫ই রমজান ০৫ মার্চ বৃহস্পতিবার ৫ঃ০১ এম ৬ঃ০৪ পিএম
১৬ই রমজান ০৬ মার্চ শুক্রবার ৫ঃ০০ এম ৬ঃ০৫ পিএম
১৭ই রমজান ০৭ মার্চ শনিবার ৪ঃ৫৯ এম ৬ঃ০৫ পিএম
১৮ই রমজান ০৮ মার্চ রবিবার ৪ঃ৫৯ এম ৬ঃ০৬ পিএম
১৯ই রমজান ০৯ মার্চ সোমবার ৪ঃ৫৮ এম ৬ঃ০৬ পিএম
২০শে রমজান ১০মার্চ মঙ্গলবার ৪ঃ৫৭ এম ৬ঃ০৭ পিএম
২১শে রমজান ১১ মার্চ বুধবার ৪ঃ৫৬ এম ৬ঃ০৭ পিএম
২২শে রমজান ১২ মার্চ বৃহস্পতিবার ৪ঃ৫৬ এম ৬ঃ০৮ পিএম
২৩শে রমজান ১৩ মার্চ শুক্রবার ৪ঃ৫৫ এম ৬ঃ০৮ পিএম
২৪শে রমজান ১৪ মার্চ শনিবার ৪ঃ৫৪ এম ৬ঃ০৯ পিএম
২৫শে রমজান ১৫ মার্চ রবিবার ৪ঃ৫৩ এম ৬ঃ০৯ পিএম
২৬শে রমজান ১৬ মার্চ সোমবার ৪ঃ৫২ এম ৬ঃ১০ পিএম
২৭শে রমজান ১৭ মার্চ মঙ্গলবার ৪ঃ৫১ এম ৬ঃ১০ পিএম
২৮শে রমজান ১৮ মার্চ বুধবার ৪ঃ৫০ এম ৬ঃ১১ পিএম
২৯শে রমজান ১৯ মার্চ বৃহস্পতিবার ৪ঃ৪৯ এম ৬ঃ১১ পিএম
৩০শে রমজান ২০ মার্চ শুক্রবার ৪ঃ৪৮ এম ৬ঃ১২ পিএম

রমজান মাসের চাঁদ দেখা

রমজান মাসের চাঁদ দেখা- আরবি ক্যালেন্ডারের শাবান মাসের পরের মাস হল রমজান মাস। শাবান মাস হয় ২৯ দিনে অর্থাৎ শাবান মাসের শেষের দিন ২৯ তারিখ সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা যাবার কথা। আরবি মাস চন্দ্র ভিত্তিক হয়ে থাকে, তাই কোন কোন সময় শাবান মাসের শেষের দিন ২৯ তারিখে (১৭ ফেব্রুয়ারি) চাঁদ দেখা নাও যেতে পারে।

তাহলে রমজান মাসের প্রথম দিনে যা ১৮ ফেব্রুয়ারি বুধবার যদি চাঁদ দেখা যায়। তাহলে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে প্রথম রোজা শুরু হবে। সেই হিসাবে মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে আমাদের দেশে ২০ ফেব্রুয়ারি শুক্রবার থেকে রোজা শুরু হবে। এছাড়াও বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখে কবে রোজা শুরু তার তারিখ জানিয়ে দেবে।

প্রথম রোজা শুরু কোন তারিখে

প্রথম রোজা শুরু কোন তারিখে- আরবি ক্যালেন্ডার হিসাবে শাবান মাসের ২৯ তারিখ সন্ধ্যায় বা ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার চাঁদ দেখা যাবার কথা। যদি চাঁদ দেখা যায় তাহলে মধ্যপ্রাচ্যে রোজা শুরু হবে রমজান মাসের ১ তারিখে বা ১৮ই ফেব্রুয়ারি বুধবার থেকে। আর যদি মধ্যপ্রাচ্যে শাবান মাসের ২৯ তারিখে চাঁদ দেখা না যায়।

তাহলে রমজান মাসের ১লা তারিখে বা ১৮ ফেব্রুয়ারি বুধবার চাঁদ দেখা গেলে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে মধ্যপ্রাচ্যে রোজা শুরু হবে। সেই হিসাবে আমাদের বাংলাদেশের মধ্যপ্রাচ্যের একদিন পর অর্থাৎ ২০ ফেব্রুয়ারি শুক্রবার থেকে প্রথম রোজা শুরু হবে। তাছাড়াও জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখে কবে রোজা শুরু তার তারিখ জানিয়ে দেবে।

শবে-কদর কোন তারিখে

শবে-কদর কোন তারিখে- রমজান মাসের শেষের দশ ১০ রোজার মধ্যে বেজোড় রোজা গু্লোই শবেই-কদর হিসেবে পরিচিত। মূলত শবেই-কদর বলতে আমরা ২৭ রোজাকে বুঝে থাকি। অর্থাৎ ২৬ রোজার ইফতারের পর, যে রাত শুরু হয়, সেই রাতকেই শবেই-কদরের রাত বলা হয়। মুমিনবান্দারা রাতভর ইবাদত, তসবি-তেলোয়াত, দরুদ শরিফ ইত্যাদি বেশি বেশি পালন করে থাকে এই রাত্রে। 

রোজা মোট কয়টা হবে

রোজা মোট কয়টা হবে- রোজা শুরু হয় আরবি ক্যালেন্ডারের রমজান মাসের ১লা তারিখ থেকে। আর রমজান মাস হয় মোট ৩০ দিনে। সেই হিসাবে রোজা মোট ত্রিশটা হওয়ার কথা। যদি শাবান মাসের ২৯ তারিখে অর্থাৎ ১৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা যায়। তাহলে আরবি ক্যালেন্ডার হিসেবে রোজা মোট ৩০ টাই হবে।

আরও পড়ুনঃ শবে কদরের গুরুত্ব

আর যদি শাবান মাসের ২৯ তারিখে চাঁদ দেখা না যায়। তাহলে ১লা রমজানে চাঁদ দেখা যাবে অর্থাৎ ১৮ই ফেব্রুয়ারি বুধবার। তাহলে প্রথম রোজা শুরু হবে রমজান মাসের ২ তারিখে অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে। সেই হিসাবে মোট রোজা হবে ২৯ টা। তবে  সঠিক সংখ্যা জানা যাবে চাঁদ দেখার উপর ভিত্তি করে।

ঈদুল ফিতর কোন তারিখে হবে  

ঈদুল ফিতর কোন তারিখে হবে- যদি শাবান মাসের ২৯ তারিখে চাঁদ দেখা যায় তাহলে মধ্যপ্রাচ্যে রমজান মাসের ১লা তারিখে অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি বুধবার থেকে রোজা শুরু হবে। সেই হিসাবে আমাদের দেশে রোজা শুরু হবে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আর ২০শে মার্চ শুক্রবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

রমজান-মাসের-সময়সূচি

আর যদি মধ্যপ্রাচ্যে রোজা শুরু হয়, ২রা রমজান অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। সেই হিসাবে বাংলাদেশে রোজা শুরু হবে, ২০শে ফেব্রুয়ারি শুক্রবার। সেই হিসাবে ২১শে মার্চ শনিবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। এই থেকে আমরা বুঝতে পারলাম যে ঈদুল ফিতর ২০শে মার্চ শুক্রবার অথবা ২১শে মার্চ শনিবার অনুষ্ঠিত হবে।

শবে কদরের গুরুত্ব

ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতগুলোর মধ্যে শবে কদরের রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। এই রাত্রি রমজান মাসের বেজোর রাত গুলোর মধ্য থেকে হয়ে থাকে। শবে কদরের রাত্রি মহান আল্লাহ তায়ালা পৃথিবীতে বিশেষ রহমত ও বরকত নাযিল করে থাকে। ফেরেশতারা আল্লাহর আদেশে পৃথিবীতে অবতরণ করেন এবং বান্দাদের জন্য শান্তি ও ক্ষমার দোয়া করতে থাকেন।

শবে কদরের রাত্রে প্রথম কোরআন নাজিল হয়। তাই মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানিত এই রাত। আল্লাহতালা এই রাতের ইবাদত খুব সহজেই কবুল করে থাকেন। শবে কদরের রাত্রে আমরা মুসলমানরা সবাই বেশি নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির করি, দোয়া করি আল্লাহর দরবারে ক্ষমা চাই। মহান আল্লাহতালা তার নেক্কার বান্দাদের তওবা কবুল করে তাদের গুনাহ মাফ করে দেন। তাই শবে কদরের রাত্রি বিশেষ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মুসলমানদের জন্য।

ঈদুল ফিতরের সরকারি ছুটি কয়দিন

ঈদুল ফিতরের সরকারি ছুটি কয়দিন- মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে আমাদের দেশে যদি ২০শে মার্চ শুক্রবার ঈদুল ফিতর হয়, তাহলে (২০ থেকে ২৪) মার্চ এবং ২৬শে মার্চ জাতীয় দিবস এবং শুক্রবার সহ মোট ৭ দিনের। আর যদি ২১শে মার্চ শনিবার ঈদুল ফিতর হয়, তাহলে (২১ থেকে ২৫) মার্চ এবং জুমাতুল বিদা ও ২৬শে মার্চ জাতীয় দিবস সহ মোট ৭ দিনের সম্ভাব্য সরকারি ছুটি ঘোষণা করা হবে।

ঢাকা ও তার আশেপাশের সেহরি ও ইফতারের  সময়সূচী

ঢাকা ও তার আশেপাশের সেহরি ও ইফতারের  সময়সূচী- প্রত্যেক মুসলমানদের জন্য সঠিক সময়ে সেহরি খাওয়া এবং সঠিক সময় ইফতারি করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই ঢাকা ও তার আশপাশের ইফতার ও সেহরির সময়সূচী নিম্নে দেওয়া হইল। 

আরবি মাস/তারিখ ইংরেজি মাস/তারিখ দিন / বার সেহরির শেষ সময় ইফতারীর সময়
১লা রমজান ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ৫ঃ১২ এম ৫ঃ৫৭ পিএম
২রা রমজান ২০ ফেব্রুয়ারি শুক্রবার ৫ঃ১১ এম ৫ঃ৫৮ পিএম
৩রা রমজান ২১ ফেব্রুয়ারি শনিবার ৫ঃ১১ এম ৫ঃ৫৮ পিএম
৪ঠা রমজান ২২ ফেব্রুয়ারি রবিবার ৫ঃ১০ এম ৫ঃ৫৯ পিএম
৫ই রমজান ২৩ ফেব্রুয়ারি সোমবার ৫ঃ০৯ এম ৬ঃ০০ পিএম
৬ই রমজান ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ৫ঃ০৮ এম ৬ঃ০০ পিএম
৭ই রমজান ২৫ ফেব্রুয়ারি বুধবার ৫ঃ০৮ এম ৬ঃ০১ পিএম
৮ই রমজান ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ৫ঃ০৭ এম ৬ঃ০১ পিএম
৯ই রমজান ২৭ ফেব্রুয়ারি শুক্রবার ৫ঃ০৬ এম ৬ঃ০২ পিএম
১০ই রমজান ২৮ ফেব্রুয়ারি শনিবার ৫ঃ০৫ এম ৬ঃ০২ পিএম
১১ই রমজান ০১ মার্চ রবিবার ৫ঃ০৪ এম ৬ঃ০৩ পিএম
১২ই রমজান ০২ মার্চ সোমবার ৫ঃ০৪ এম ৬ঃ০৩ পিএম
১৩ই রমজান ০৩ মার্চ মঙ্গলবার ৫ঃ০৩ এম ৬ঃ০৩ পিএম
১৪ই রমজান ০৪ মার্চ বুধবার ৫ঃ০২ এম ৬ঃ০৪ পিএম
১৫ই রমজান ০৫ মার্চ বৃহস্পতিবার ৫ঃ০১ এম ৬ঃ০৪ পিএম
১৬ই রমজান ০৬ মার্চ শুক্রবার ৫ঃ০০ এম ৬ঃ০৫ পিএম
১৭ই রমজান ০৭ মার্চ শনিবার ৪ঃ৫৯ এম ৬ঃ০৫ পিএম
১৮ই রমজান ০৮ মার্চ রবিবার ৪ঃ৫৯ এম ৬ঃ০৬ পিএম
১৯ই রমজান ০৯ মার্চ সোমবার ৪ঃ৫৮ এম ৬ঃ০৬ পিএম
২০শে রমজান ১০মার্চ মঙ্গলবার ৪ঃ৫৭ এম ৬ঃ০৭ পিএম
২১শে রমজান ১১ মার্চ বুধবার ৪ঃ৫৬ এম ৬ঃ০৭ পিএম
২২শে রমজান ১২ মার্চ বৃহস্পতিবার ৪ঃ৫৬ এম ৬ঃ০৮ পিএম
২৩শে রমজান ১৩ মার্চ শুক্রবার ৪ঃ৫৫ এম ৬ঃ০৮ পিএম
২৪শে রমজান ১৪ মার্চ শনিবার ৪ঃ৫৪ এম ৬ঃ০৯ পিএম
২৫শে রমজান ১৫ মার্চ রবিবার ৪ঃ৫৩ এম ৬ঃ০৯ পিএম
২৬শে রমজান ১৬ মার্চ সোমবার ৪ঃ৫২ এম ৬ঃ১০ পিএম
২৭শে রমজান ১৭ মার্চ মঙ্গলবার ৪ঃ৫১ এম ৬ঃ১০ পিএম
২৮শে রমজান ১৮ মার্চ বুধবার ৪ঃ৫০ এম ৬ঃ১১ পিএম
২৯শে রমজান ১৯ মার্চ বৃহস্পতিবার ৪ঃ৪৯ এম ৬ঃ১১ পিএম
৩০শে রমজান ২০ মার্চ শুক্রবার ৪ঃ৪৮ এম ৬ঃ১২ পিএম

বাংলাদেশের আটটি বিভাগের সেহরি ও ইফতারের সময়সূচি

বাংলাদেশের আটটি বিভাগের সেহরি ও ইফতারের সময়সূচি- ভৌগলিক অবস্থার কারণে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ বা জেলায় একই সময়ে সেহরি এবং ইফতারি করা যায় না। তাই প্রত্যেকটা বিভাগের সেহরি এবং ইফতারি সময়সূচী কয়েক মিনিট আগে ও পরে হয়ে থাকে। তাই ঢাকার সময়সূচির সাথে মিল রেখে অন্যান্য বিভাগের সময়সূচি নিম্নে দেওয়া হইল। 

ঢাকা চট্রগ্রাম সিলেট ময়মনসিংহ বরিশাল খুলনা রাজশাহী দিনাজপুর

ঢাকা বিভাগ- ২০২৬ সালের রোজার সেহরি ও ইফতারের সময়সূচি

আরবি মাস/তারিখ ইংরেজি মাস/তারিখ দিন / বার সেহরির শেষ সময় ইফতারীর সময়
১লা রমজান ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ৫ঃ১২ এম ৫ঃ৫৭ পিএম
২রা রমজান ২০ ফেব্রুয়ারি শুক্রবার ৫ঃ১১ এম ৫ঃ৫৮ পিএম
৩রা রমজান ২১ ফেব্রুয়ারি শনিবার ৫ঃ১১ এম ৫ঃ৫৮ পিএম
৪ঠা রমজান ২২ ফেব্রুয়ারি রবিবার ৫ঃ১০ এম ৫ঃ৫৯ পিএম
৫ই রমজান ২৩ ফেব্রুয়ারি সোমবার ৫ঃ০৯ এম ৬ঃ০০ পিএম
৬ই রমজান ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ৫ঃ০৮ এম ৬ঃ০০ পিএম
৭ই রমজান ২৫ ফেব্রুয়ারি বুধবার ৫ঃ০৮ এম ৬ঃ০১ পিএম
৮ই রমজান ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ৫ঃ০৭ এম ৬ঃ০১ পিএম
৯ই রমজান ২৭ ফেব্রুয়ারি শুক্রবার ৫ঃ০৬ এম ৬ঃ০২ পিএম
১০ই রমজান ২৮ ফেব্রুয়ারি শনিবার ৫ঃ০৫ এম ৬ঃ০২ পিএম
১১ই রমজান ০১ মার্চ রবিবার ৫ঃ০৪ এম ৬ঃ০৩ পিএম
১২ই রমজান ০২ মার্চ সোমবার ৫ঃ০৪ এম ৬ঃ০৩ পিএম
১৩ই রমজান ০৩ মার্চ মঙ্গলবার ৫ঃ০৩ এম ৬ঃ০৩ পিএম
১৪ই রমজান ০৪ মার্চ বুধবার ৫ঃ০২ এম ৬ঃ০৪ পিএম
১৫ই রমজান ০৫ মার্চ বৃহস্পতিবার ৫ঃ০১ এম ৬ঃ০৪ পিএম
১৬ই রমজান ০৬ মার্চ শুক্রবার ৫ঃ০০ এম ৬ঃ০৫ পিএম
১৭ই রমজান ০৭ মার্চ শনিবার ৪ঃ৫৯ এম ৬ঃ০৫ পিএম
১৮ই রমজান ০৮ মার্চ রবিবার ৪ঃ৫৯ এম ৬ঃ০৬ পিএম
১৯ই রমজান ০৯ মার্চ সোমবার ৪ঃ৫৮ এম ৬ঃ০৬ পিএম
২০শে রমজান ১০মার্চ মঙ্গলবার ৪ঃ৫৭ এম ৬ঃ০৭ পিএম
২১শে রমজান ১১ মার্চ বুধবার ৪ঃ৫৬ এম ৬ঃ০৭ পিএম
২২শে রমজান ১২ মার্চ বৃহস্পতিবার ৪ঃ৫৬ এম ৬ঃ০৮ পিএম
২৩শে রমজান ১৩ মার্চ শুক্রবার ৪ঃ৫৫ এম ৬ঃ০৮ পিএম
২৪শে রমজান ১৪ মার্চ শনিবার ৪ঃ৫৪ এম ৬ঃ০৯ পিএম
২৫শে রমজান ১৫ মার্চ রবিবার ৪ঃ৫৩ এম ৬ঃ০৯ পিএম
২৬শে রমজান ১৬ মার্চ সোমবার ৪ঃ৫২ এম ৬ঃ১০ পিএম
২৭শে রমজান ১৭ মার্চ মঙ্গলবার ৪ঃ৫১ এম ৬ঃ১০ পিএম
২৮শে রমজান ১৮ মার্চ বুধবার ৪ঃ৫০ এম ৬ঃ১১ পিএম
২৯শে রমজান ১৯ মার্চ বৃহস্পতিবার ৪ঃ৪৯ এম ৬ঃ১১ পিএম
৩০শে রমজান ২০ মার্চ শুক্রবার ৪ঃ৪৮ এম ৬ঃ১২ পিএম

চট্রগ্রাম বিভাগ- ২০২৬ সালের রোজার সেহরি ও ইফতারের সময়সূচি

রমজান-মাসের-সময়সূচি

আরবি মাস/তারিখ ইংরেজি মাস/তারিখ দিন / বার সেহরির শেষ সময় ইফতারীর সময়
১লা রমজান ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ৫ঃ১০ এম ৫ঃ৪৯ পিএম
২রা রমজান ২০ ফেব্রুয়ারি শুক্রবার ৫ঃ০৯ এম ৫ঃ৫০ পিএম
৩রা রমজান ২১ ফেব্রুয়ারি শনিবার ৫ঃ০৯ এম ৫ঃ৫০ পিএম
৪ঠা রমজান ২২ ফেব্রুয়ারি রবিবার ৫ঃ০৮ এম ৫ঃ৫১ পিএম
৫ই রমজান ২৩ ফেব্রুয়ারি সোমবার ৫ঃ০৮ এম ৫ঃ৫২ পিএম
৬ই রমজান ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ৫ঃ০৬ এম ৫ঃ৫২ পিএম
৭ই রমজান ২৫ ফেব্রুয়ারি বুধবার ৫ঃ০৬ এম ৫ঃ৫৩ পিএম
৮ই রমজান ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ৫ঃ০৫ এম ৫ঃ৫৩ পিএম
৯ই রমজান ২৭ ফেব্রুয়ারি শুক্রবার ৫ঃ০৪ এম ৫ঃ৫৪ পিএম
১০ই রমজান ২৮ ফেব্রুয়ারি শনিবার ৫ঃ০৩ এম ৫ঃ৫৪ পিএম
১১ই রমজান ০১ মার্চ রবিবার ৫ঃ০২ এম ৫ঃ৫৫ পিএম
১২ই রমজান ০২ মার্চ সোমবার ৫ঃ০২ এম ৫ঃ৫৫ পিএম
১৩ই রমজান ০৩ মার্চ মঙ্গলবার ৫ঃ০১ এম ৫ঃ৫৬ পিএম
১৪ই রমজান ০৪ মার্চ বুধবার ৫ঃ০০ এম ৫ঃ৫৬ পিএম
১৫ই রমজান ০৫ মার্চ বৃহস্পতিবার ৪ঃ৫৯ এম ৫ঃ৫৬ পিএম
১৬ই রমজান ০৬ মার্চ শুক্রবার ৪ঃ৫৮ এম ৫ঃ৫৭ পিএম
১৭ই রমজান ০৭ মার্চ শনিবার ৪ঃ৫৭ এম ৫ঃ৫৭ পিএম
১৮ই রমজান ০৮ মার্চ রবিবার ৪ঃ৫৭ এম ৫ঃ৫৮ পিএম
১৯ই রমজান ০৯ মার্চ সোমবার ৪ঃ৫৬ এম ৫ঃ৫৮ পিএম
২০শে রমজান ১০মার্চ মঙ্গলবার ৪ঃ৫৫ এম ৫ঃ৫৯ পিএম
২১শে রমজান ১১ মার্চ বুধবার ৪ঃ৫৪ এম ৫ঃ৫৯ পিএম
২২শে রমজান ১২ মার্চ বৃহস্পতিবার ৪ঃ৫৪ এম ৬ঃ০০ পিএম
২৩শে রমজান ১৩ মার্চ শুক্রবার ৪ঃ৫৩ এম ৬ঃ০০ পিএম
২৪শে রমজান ১৪ মার্চ শনিবার ৪ঃ৫২ এম ৬ঃ০১ পিএম
২৫শে রমজান ১৫ মার্চ রবিবার ৪ঃ৫১ এম ৬ঃ০১ পিএম
২৬শে রমজান ১৬ মার্চ সোমবার ৪ঃ৫০ এম ৬ঃ০২ পিএম
২৭শে রমজান ১৭ মার্চ মঙ্গলবার ৪ঃ৪৯ এম ৬ঃ০২ পিএম
২৮শে রমজান ১৮ মার্চ বুধবার ৪ঃ৪৮ এম ৬ঃ০৩ পিএম
২৯শে রমজান ১৯ মার্চ বৃহস্পতিবার ৪ঃ৪৭ এম ৬ঃ০৩ পিএম
৩০শে রমজান ২০ মার্চ শুক্রবার ৪ঃ৪৬ এম ৬ঃ০৪ পিএম

রমজান মাস কেন সব মাসের চেয়ে উত্তম 

রমজান মাস হল ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রময় একটি মাস। এই মাসকে সব মাসের চেয়ে উত্তম বলা হয়। কারণ আল্লাহতালা মানুষের জন্য বিশেষ রহমত, বরকত ও মাগফিরাতের দরজা খুলে দেন এই মাসেই। এই মাসেই মহান আল্লাহতালা পবিত্র কুরআন নাযিল করেছেন। যাহা মানবজাতির জন্য সঠিক পথ নিদেশক হিসাবে কাজ করে।

রমজান মাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এই মাস ছিয়াম সাধনার মাস। রোজার মাধ্যমে রোজদারগন নিজেকে সংযমী করে, ধৈর্য শেখে এবং গরিব মানুষের দুঃখ কষ্ট অনুভব করতে শেখায়। রোজা শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকা নয় বরং খারাপ কথা, মন্দ কাজ ও গুনাহ থেকে নিজেকে দূরে রাখার শিক্ষা দেয়। আল্লাহ পাক এ রমজান মাসে প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণ বাড়িয়ে দেয়। সাধারণ মাসের তুলনায় এই মাসে নামাজ, দান সদকা, কোরআন তেলাওয়াত ও দুয়ার গুরুত্ব অনেক বেশি।

এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ রাখা হয় বলে হাদিসে উল্লেখ আছে। এই রোজার মাসের শেষ দশ রোজার মধ্যে রয়েছে শবে কদরের রাত, যা হাজার মাসের চেয়েও উত্তম। এই রাত নেক্কার বান্দাদের মর্যাদাকে আরো অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে রমজান মাস মানুষকে আত্মশুদ্ধি, আল্লাহর নৈকট্য লাভ এবং পরকালের জন্য, প্রস্তুতির এক অনন্য সুযোগ তৈরি করে দিয়েছে।

সিলেট বিভাগ- ২০২৬ সালের রোজার সেহরি ও ইফতারের সময়সূচি

আরবি মাস/তারিখ ইংরেজি মাস/তারিখ দিন / বার সেহরির শেষ সময় ইফতারীর সময়
১লা রমজান ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ৫ঃ০৩ এম ৫ঃ৫৩ পিএম
২রা রমজান ২০ ফেব্রুয়ারি শুক্রবার ৫ঃ০২ এম ৫ঃ৫৪ পিএম
৩রা রমজান ২১ ফেব্রুয়ারি শনিবার ৫ঃ০২ এম ৫ঃ৫৪ পিএম
৪ঠা রমজান ২২ ফেব্রুয়ারি রবিবার ৫ঃ০১ এম ৫ঃ৫৫ পিএম
৫ই রমজান ২৩ ফেব্রুয়ারি সোমবার ৫ঃ০০ এম ৫ঃ৫৬ পিএম
৬ই রমজান ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ৪ঃ৫৯ এম ৫ঃ৫৬ পিএম
৭ই রমজান ২৫ ফেব্রুয়ারি বুধবার ৪ঃ৫৮ এম ৫ঃ৫৭ পিএম
৮ই রমজান ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ৪ঃ৫৮ এম ৫ঃ৫৭ পিএম
৯ই রমজান ২৭ ফেব্রুয়ারি শুক্রবার ৪ঃ৫৭ এম ৫ঃ৫৮ পিএম
১০ই রমজান ২৮ ফেব্রুয়ারি শনিবার ৪ঃ৫৬ এম ৫ঃ৫৮ পিএম
১১ই রমজান ০১ মার্চ রবিবার ৪ঃ৫৫ এম ৫ঃ৫৯ পিএম
১২ই রমজান ০২ মার্চ সোমবার ৪ঃ৫৫ এম ৫ঃ৫৯ পিএম
১৩ই রমজান ০৩ মার্চ মঙ্গলবার ৪ঃ৫৪ এম ৫ঃ৫৯ পিএম
১৪ই রমজান ০৪ মার্চ বুধবার ৪ঃ৫৩ এম ৬ঃ০০ পিএম
১৫ই রমজান ০৫ মার্চ বৃহস্পতিবার ৪ঃ৫২ এম ৬ঃ০০ পিএম
১৬ই রমজান ০৬ মার্চ শুক্রবার ৪ঃ৫১ এম ৬ঃ০১ পিএম
১৭ই রমজান ০৭ মার্চ শনিবার ৪ঃ৫০ এম ৬ঃ০১ পিএম
১৮ই রমজান ০৮ মার্চ রবিবার ৪ঃ৫০ এম ৬ঃ০২ পিএম
১৯ই রমজান ০৯ মার্চ সোমবার ৪ঃ৪৯ এম ৬ঃ০২ পিএম
২০শে রমজান ১০মার্চ মঙ্গলবার ৪ঃ৪৮ এম ৬ঃ০৩ পিএম
২১শে রমজান ১১ মার্চ বুধবার ৪ঃ৪৭ এম ৬ঃ০৩ পিএম
২২শে রমজান ১২ মার্চ বৃহস্পতিবার ৪ঃ৪৭ এম ৬ঃ০৪ পিএম
২৩শে রমজান ১৩ মার্চ শুক্রবার ৪ঃ৪৬ এম ৬ঃ০৪ পিএম
২৪শে রমজান ১৪ মার্চ শনিবার ৪ঃ৪৫ এম ৬ঃ০৫ পিএম
২৫শে রমজান ১৫ মার্চ রবিবার ৪ঃ৪৪ এম ৬ঃ০৫ পিএম
২৬শে রমজান ১৬ মার্চ সোমবার ৪ঃ৪৩ এম ৬ঃ০৬ পিএম
২৭শে রমজান ১৭ মার্চ মঙ্গলবার ৪ঃ৪২ এম ৬ঃ০৬ পিএম
২৮শে রমজান ১৮ মার্চ বুধবার ৪ঃ৪১ এম ৬ঃ০৭ পিএম
২৯শে রমজান ১৯ মার্চ বৃহস্পতিবার ৪ঃ৪০ এম ৬ঃ০৭ পিএম
৩০শে রমজান ২০ মার্চ শুক্রবার ৪ঃ৩৯ এম ৬ঃ০৮ পিএম

ময়মনসিংহ বিভাগ- ২০২৬ সালের রোজার সেহরি ও ইফতারের সময়সূচি

আরবি মাস/তারিখ ইংরেজি মাস/তারিখ দিন / বার সেহরির শেষ সময় ইফতারীর সময়
১লা রমজান ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ৫ঃ০৯ এম ৫ঃ৫৮ পিএম
২রা রমজান ২০ ফেব্রুয়ারি শুক্রবার ৫ঃ০৮ এম ৫ঃ৫৯ পিএম
৩রা রমজান ২১ ফেব্রুয়ারি শনিবার ৫ঃ০৮ এম ৫ঃ৫৯ পিএম
৪ঠা রমজান ২২ ফেব্রুয়ারি রবিবার ৫ঃ০৭ এম ৬ঃ০০ পিএম
৫ই রমজান ২৩ ফেব্রুয়ারি সোমবার ৫ঃ০৬ এম ৬ঃ০১ পিএম
৬ই রমজান ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ৫ঃ০৫ এম ৬ঃ০১ পিএম
৭ই রমজান ২৫ ফেব্রুয়ারি বুধবার ৫ঃ০৪ এম ৬ঃ০২ পিএম
৮ই রমজান ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ৫ঃ০৩ এম ৬ঃ০২ পিএম
৯ই রমজান ২৭ ফেব্রুয়ারি শুক্রবার ৫ঃ০২ এম ৬ঃ০৩ পিএম
১০ই রমজান ২৮ ফেব্রুয়ারি শনিবার ৫ঃ০১ এম ৬ঃ০৩ পিএম
১১ই রমজান ০১ মার্চ রবিবার ৫ঃ০০ এম ৬ঃ০৪ পিএম
১২ই রমজান ০২ মার্চ সোমবার ৫ঃ০০ এম ৬ঃ০৪ পিএম
১৩ই রমজান ০৩ মার্চ মঙ্গলবার ৪ঃ৫৯ এম ৬ঃ০৪ পিএম
১৪ই রমজান ০৪ মার্চ বুধবার ৪ঃ৫৮ এম ৬ঃ০৫ পিএম
১৫ই রমজান ০৫ মার্চ বৃহস্পতিবার ৪ঃ৫৮ এম ৬ঃ০৫ পিএম
১৬ই রমজান ০৬ মার্চ শুক্রবার ৪ঃ৫৭ এম ৬ঃ০৬ পিএম
১৭ই রমজান ০৭ মার্চ শনিবার ৪ঃ৫৬ এম ৬ঃ০৬ পিএম
১৮ই রমজান ০৮ মার্চ রবিবার ৪ঃ৫৬ এম ৬ঃ০৭ পিএম
১৯ই রমজান ০৯ মার্চ সোমবার ৪ঃ৫৫ এম ৬ঃ০৭ পিএম
২০শে রমজান ১০মার্চ মঙ্গলবার ৪ঃ৫৪ এম ৬ঃ০৮ পিএম
২১শে রমজান ১১ মার্চ বুধবার ৪ঃ৫৩ এম ৬ঃ০৮ পিএম
২২শে রমজান ১২ মার্চ বৃহস্পতিবার ৪ঃ৫৩ এম ৬ঃ০৯ পিএম
২৩শে রমজান ১৩ মার্চ শুক্রবার ৪ঃ৫২ এম ৬ঃ০৯ পিএম
২৪শে রমজান ১৪ মার্চ শনিবার ৪ঃ৫১ এম ৬ঃ১০ পিএম
২৫শে রমজান ১৫ মার্চ রবিবার ৪ঃ৫০ এম ৬ঃ১০ পিএম
২৬শে রমজান ১৬ মার্চ সোমবার ৪ঃ৪৯ এম ৬ঃ১১ পিএম
২৭শে রমজান ১৭ মার্চ মঙ্গলবার ৪ঃ৪৮ এম ৬ঃ১১ পিএম
২৮শে রমজান ১৮ মার্চ বুধবার ৪ঃ৪৭ এম ৬ঃ১২ পিএম
২৯শে রমজান ১৯ মার্চ বৃহস্পতিবার ৪ঃ৪৬ এম ৬ঃ১২ পিএম
৩০শে রমজান ২০ মার্চ শুক্রবার ৪ঃ৪৫ এম ৬ঃ১৩ পিএম

বরিশাল বিভাগ- ২০২৬ সালের রোজার সেহরি ও ইফতারের সময়সূচি

আরবি মাস/তারিখ ইংরেজি মাস/তারিখ দিন / বার সেহরির শেষ সময় ইফতারীর সময়
১লা রমজান ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ৫ঃ১৪ এম ৫ঃ৫৫ পিএম
২রা রমজান ২০ ফেব্রুয়ারি শুক্রবার ৫ঃ১৩ এম ৫ঃ৫৬ পিএম
৩রা রমজান ২১ ফেব্রুয়ারি শনিবার ৫ঃ১৩ এম ৫ঃ৫৬ পিএম
৪ঠা রমজান ২২ ফেব্রুয়ারি রবিবার ৫ঃ১২ এম ৫ঃ৫৭ পিএম
৫ই রমজান ২৩ ফেব্রুয়ারি সোমবার ৫ঃ১১ এম ৫ঃ৫৮ পিএম
৬ই রমজান ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ৫ঃ১০ এম ৫ঃ৫৮ পিএম
৭ই রমজান ২৫ ফেব্রুয়ারি বুধবার ৫ঃ০৯ এম ৫ঃ৫৯ পিএম
৮ই রমজান ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ৫ঃ০৮ এম ৫ঃ৫৯ পিএম
৯ই রমজান ২৭ ফেব্রুয়ারি শুক্রবার ৫ঃ০৭ এম ৬ঃ০০ পিএম
১০ই রমজান ২৮ ফেব্রুয়ারি শনিবার ৫ঃ০৬ এম ৬ঃ০০ পিএম
১১ই রমজান ০১ মার্চ রবিবার ৫ঃ০৬ এম ৬ঃ০১ পিএম
১২ই রমজান ০২ মার্চ সোমবার ৫ঃ০৬ এম ৬ঃ০১ পিএম
১৩ই রমজান ০৩ মার্চ মঙ্গলবার ৫ঃ০৫ এম ৬ঃ০১ পিএম
১৪ই রমজান ০৪ মার্চ বুধবার ৫ঃ০৪ এম ৬ঃ০২ পিএম
১৫ই রমজান ০৫ মার্চ বৃহস্পতিবার ৫ঃ০৩ এম ৬ঃ০২ পিএম
১৬ই রমজান ০৬ মার্চ শুক্রবার ৫ঃ০২ এম ৬ঃ০৩ পিএম
১৭ই রমজান ০৭ মার্চ শনিবার ৫ঃ০১ এম ৬ঃ০৩ পিএম
১৮ই রমজান ০৮ মার্চ রবিবার ৫ঃ০১ এম ৬ঃ০৪ পিএম
১৯ই রমজান ০৯ মার্চ সোমবার ৫ঃ০০ এম ৬ঃ০৪ পিএম
২০শে রমজান ১০মার্চ মঙ্গলবার ৪ঃ৫৯ এম ৬ঃ০৫ পিএম
২১শে রমজান ১১ মার্চ বুধবার ৪ঃ৫৮ এম ৬ঃ০৫ পিএম
২২শে রমজান ১২ মার্চ বৃহস্পতিবার ৪ঃ৫৮ এম ৬ঃ০৬ পিএম
২৩শে রমজান ১৩ মার্চ শুক্রবার ৪ঃ৫৭ এম ৬ঃ০৬ পিএম
২৪শে রমজান ১৪ মার্চ শনিবার ৪ঃ৫৬ এম ৬ঃ০৭ পিএম
২৫শে রমজান ১৫ মার্চ রবিবার ৪ঃ৫৫ এম ৬ঃ০৭ পিএম
২৬শে রমজান ১৬ মার্চ সোমবার ৪ঃ৫৪ এম ৬ঃ০৮ পিএম
২৭শে রমজান ১৭ মার্চ মঙ্গলবার ৪ঃ৫৩ এম ৬ঃ০৮ পিএম
২৮শে রমজান ১৮ মার্চ বুধবার ৪ঃ৫২ এম ৬ঃ০৯ পিএম
২৯শে রমজান ১৯ মার্চ বৃহস্পতিবার ৪ঃ৫১ এম ৬ঃ০৯ পিএম
৩০শে রমজান ২০ মার্চ শুক্রবার ৪ঃ৫০ এম ৬ঃ১০ পিএম

খুলনা বিভাগ- ২০২৬ সালের রোজার সেহরি ও ইফতারের সময়সূচি

আরবি মাস/তারিখ ইংরেজি মাস/তারিখ দিন / বার সেহরির শেষ সময় ইফতারীর সময়
১লা রমজান ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ৫ঃ১৮ এম ৫ঃ৫৯ পিএম
২রা রমজান ২০ ফেব্রুয়ারি শুক্রবার ৫ঃ১৭ এম ৬ঃ০০ পিএম
৩রা রমজান ২১ ফেব্রুয়ারি শনিবার ৫ঃ১৭ এম ৬ঃ০০ পিএম
৪ঠা রমজান ২২ ফেব্রুয়ারি রবিবার ৫ঃ১৬ এম ৬ঃ০১ পিএম
৫ই রমজান ২৩ ফেব্রুয়ারি সোমবার ৫ঃ১৫ এম ৬ঃ০২ পিএম
৬ই রমজান ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ৫ঃ১৪ এম ৬ঃ০২ পিএম
৭ই রমজান ২৫ ফেব্রুয়ারি বুধবার ৫ঃ১৩ এম ৬ঃ০৩ পিএম
৮ই রমজান ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ৫ঃ১২ এম ৬ঃ০৩ পিএম
৯ই রমজান ২৭ ফেব্রুয়ারি শুক্রবার ৫ঃ১১ এম ৬ঃ০৪ পিএম
১০ই রমজান ২৮ ফেব্রুয়ারি শনিবার ৫ঃ১১ এম ৬ঃ০৪ পিএম
১১ই রমজান ০১ মার্চ রবিবার ৫ঃ১০এম ৬ঃ০৫ পিএম
১২ই রমজান ০২ মার্চ সোমবার ৫ঃ১০ এম ৬ঃ০৫ পিএম
১৩ই রমজান ০৩ মার্চ মঙ্গলবার ৫ঃ০৯ এম ৬ঃ০৫ পিএম
১৪ই রমজান ০৪ মার্চ বুধবার ৫ঃ০৮ এম ৬ঃ০৬ পিএম
১৫ই রমজান ০৫ মার্চ বৃহস্পতিবার ৫ঃ০৭ এম ৬ঃ০৬ পিএম
১৬ই রমজান ০৬ মার্চ শুক্রবার ৫ঃ০৬ এম ৬ঃ০৭ পিএম
১৭ই রমজান ০৭ মার্চ শনিবার ৫ঃ০৫ এম ৬ঃ০৭ পিএম
১৮ই রমজান ০৮ মার্চ রবিবার ৫ঃ০৫ এম ৬ঃ০৮ পিএম
১৯ই রমজান ০৯ মার্চ সোমবার ৫ঃ০৪ এম ৬ঃ০৮ পিএম
২০শে রমজান ১০মার্চ মঙ্গলবার ৫ঃ০৩এম ৬ঃ০৯ পিএম
২১শে রমজান ১১ মার্চ বুধবার ৫ঃ০২ এম ৬ঃ০৯ পিএম
২২শে রমজান ১২ মার্চ বৃহস্পতিবার ৫ঃ০২ এম ৬ঃ১০ পিএম
২৩শে রমজান ১৩ মার্চ শুক্রবার ৫ঃ০১ এম ৬ঃ১০ পিএম
২৪শে রমজান ১৪ মার্চ শনিবার ৫ঃ০০ এম ৬ঃ১১ পিএম
২৫শে রমজান ১৫ মার্চ রবিবার ৪ঃ৫৯ এম ৬ঃ১১ পিএম
২৬শে রমজান ১৬ মার্চ সোমবার ৪ঃ৫৮ এম ৬ঃ১২ পিএম
২৭শে রমজান ১৭ মার্চ মঙ্গলবার ৪ঃ৫৭ এম ৬ঃ১২ পিএম
২৮শে রমজান ১৮ মার্চ বুধবার ৪ঃ৫৬ এম ৬ঃ১৩ পিএম
২৯শে রমজান ১৯ মার্চ বৃহস্পতিবার ৪ঃ৫৫ এম ৬ঃ১৩ পিএম
৩০শে রমজান ২০ মার্চ শুক্রবার ৪ঃ৫৪ এম ৬ঃ১০ পিএম

রাজশাহী বিভাগ- ২০২৬ সালের রোজার সেহরি ও ইফতারের সময়সূচি

আরবি মাস/তারিখ ইংরেজি মাস/তারিখ দিন / বার সেহরির শেষ সময় ইফতারীর সময়
১লা রমজান ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ৫ঃ১৭ এম ৬ঃ০৫ পিএম
২রা রমজান ২০ ফেব্রুয়ারি শুক্রবার ৫ঃ১৬ এম ৬ঃ০৬ পিএম
৩রা রমজান ২১ ফেব্রুয়ারি শনিবার ৫ঃ১৬ এম ৬ঃ০৬ পিএম
৪ঠা রমজান ২২ ফেব্রুয়ারি রবিবার ৫ঃ১৫ এম ৬ঃ০৭ পিএম
৫ই রমজান ২৩ ফেব্রুয়ারি সোমবার ৫ঃ১৪ এম ৬ঃ০৮ পিএম
৬ই রমজান ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ৫ঃ১৩ এম ৬ঃ০৮ পিএম
৭ই রমজান ২৫ ফেব্রুয়ারি বুধবার ৫ঃ১২ এম ৬ঃ০৯ পিএম
৮ই রমজান ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ৫ঃ১১ এম ৬ঃ০৯ পিএম
৯ই রমজান ২৭ ফেব্রুয়ারি শুক্রবার ৫ঃ১০ এম ৬ঃ১০ পিএম
১০ই রমজান ২৮ ফেব্রুয়ারি শনিবার ৫ঃ১০ এম ৬ঃ১০ পিএম
১১ই রমজান ০১ মার্চ রবিবার ৫ঃ০৯এম ৬ঃ১১ পিএম
১২ই রমজান ০২ মার্চ সোমবার ৫ঃ০৯ এম ৬ঃ১১ পিএম
১৩ই রমজান ০৩ মার্চ মঙ্গলবার ৫ঃ০৮ এম ৬ঃ১১ পিএম
১৪ই রমজান ০৪ মার্চ বুধবার ৫ঃ০৭ এম ৬ঃ১২ পিএম
১৫ই রমজান ০৫ মার্চ বৃহস্পতিবার ৫ঃ০৬ এম ৬ঃ১২ পিএম
১৬ই রমজান ০৬ মার্চ শুক্রবার ৫ঃ০৫ এম ৬ঃ১৩ পিএম
১৭ই রমজান ০৭ মার্চ শনিবার ৫ঃ০৪ এম ৬ঃ১৩ পিএম
১৮ই রমজান ০৮ মার্চ রবিবার ৫ঃ০৪ এম ৬ঃ১৪ পিএম
১৯ই রমজান ০৯ মার্চ সোমবার ৫ঃ০৩ এম ৬ঃ১৪ পিএম
২০শে রমজান ১০মার্চ মঙ্গলবার ৫ঃ০২এম ৬ঃ১৫ পিএম
২১শে রমজান ১১ মার্চ বুধবার ৫ঃ০১ এম ৬ঃ১৫ পিএম
২২শে রমজান ১২ মার্চ বৃহস্পতিবার ৫ঃ০১ এম ৬ঃ১৬ পিএম
২৩শে রমজান ১৩ মার্চ শুক্রবার ৫ঃ০০ এম ৬ঃ১৬ পিএম
২৪শে রমজান ১৪ মার্চ শনিবার ৪ঃ৫৯ এম ৬ঃ১৭ পিএম
২৫শে রমজান ১৫ মার্চ রবিবার ৪ঃ৫৮ এম ৬ঃ১৭ পিএম
২৬শে রমজান ১৬ মার্চ সোমবার ৪ঃ৫৭ এম ৬ঃ১৮ পিএম
২৭শে রমজান ১৭ মার্চ মঙ্গলবার ৪ঃ৫৬ এম ৬ঃ১৮ পিএম
২৮শে রমজান ১৮ মার্চ বুধবার ৪ঃ৫৫ এম ৬ঃ১৯ পিএম
২৯শে রমজান ১৯ মার্চ বৃহস্পতিবার ৪ঃ৫৪ এম ৬ঃ১৯ পিএম
৩০শে রমজান ২০ মার্চ শুক্রবার ৪ঃ৫৩ এম ৬ঃ২০ পিএম

দিনাজপুর বিভাগ- ২০২৬ সালের রোজার সেহরি ও ইফতারের সময়সূচি

আরবি মাস/তারিখ ইংরেজি মাস/তারিখ দিন / বার সেহরির শেষ সময় ইফতারীর সময়
১লা রমজান ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ৫ঃ১৪ এম ৬ঃ০৭ পিএম
২রা রমজান ২০ ফেব্রুয়ারি শুক্রবার ৫ঃ১৩ এম ৬ঃ০৮ পিএম
৩রা রমজান ২১ ফেব্রুয়ারি শনিবার ৫ঃ১৩ এম ৬ঃ০৮ পিএম
৪ঠা রমজান ২২ ফেব্রুয়ারি রবিবার ৫ঃ১২ এম ৬ঃ০৯ পিএম
৫ই রমজান ২৩ ফেব্রুয়ারি সোমবার ৫ঃ১১ এম ৬ঃ১০ পিএম
৬ই রমজান ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ৫ঃ১০ এম ৬ঃ১০ পিএম
৭ই রমজান ২৫ ফেব্রুয়ারি বুধবার ৫ঃ০৯ এম ৬ঃ১১ পিএম
৮ই রমজান ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ৫ঃ০৮ এম ৬ঃ১১ পিএম
৯ই রমজান ২৭ ফেব্রুয়ারি শুক্রবার ৫ঃ০৭ এম ৬ঃ১২ পিএম
১০ই রমজান ২৮ ফেব্রুয়ারি শনিবার ৫ঃ০৭ এম ৬ঃ১২ পিএম
১১ই রমজান ০১ মার্চ রবিবার ৫ঃ০৬ এম ৬ঃ১৩ পিএম
১২ই রমজান ০২ মার্চ সোমবার ৫ঃ০৫ এম ৬ঃ১৩ পিএম
১৩ই রমজান ০৩ মার্চ মঙ্গলবার ৫ঃ০৪ এম ৬ঃ১৩ পিএম
১৪ই রমজান ০৪ মার্চ বুধবার ৫ঃ০৩ এম ৬ঃ১৪ পিএম
১৫ই রমজান ০৫ মার্চ বৃহস্পতিবার ৫ঃ০২ এম ৬ঃ১৪ পিএম
১৬ই রমজান ০৬ মার্চ শুক্রবার ৫ঃ০২ এম ৬ঃ১৫ পিএম
১৭ই রমজান ০৭ মার্চ শনিবার ৫ঃ০১ এম ৬ঃ১৫ পিএম
১৮ই রমজান ০৮ মার্চ রবিবার ৫ঃ০১ এম ৬ঃ১৬ পিএম
১৯ই রমজান ০৯ মার্চ সোমবার ৫ঃ০০ এম ৬ঃ১৬ পিএম
২০শে রমজান ১০মার্চ মঙ্গলবার ৪ঃ৫৯ এম ৬ঃ১৭ পিএম
২১শে রমজান ১১ মার্চ বুধবার ৪ঃ৫৮ এম ৬ঃ১৭ পিএম
২২শে রমজান ১২ মার্চ বৃহস্পতিবার ৪ঃ৫৮ এম ৬ঃ১৮ পিএম
২৩শে রমজান ১৩ মার্চ শুক্রবার ৪ঃ৫৭ এম ৬ঃ১৮ পিএম
২৪শে রমজান ১৪ মার্চ শনিবার ৪ঃ৫৬ এম ৬ঃ১৯ পিএম
২৫শে রমজান ১৫ মার্চ রবিবার ৪ঃ৫৫ এম ৬ঃ১৯ পিএম
২৬শে রমজান ১৬ মার্চ সোমবার ৪ঃ৫৪ এম ৬ঃ২০ পিএম
২৭শে রমজান ১৭ মার্চ মঙ্গলবার ৪ঃ৫৩ এম ৬ঃ২০ পিএম
২৮শে রমজান ১৮ মার্চ বুধবার ৪ঃ৫২ এম ৬ঃ২১ পিএম
২৯শে রমজান ১৯ মার্চ বৃহস্পতিবার ৪ঃ৫১ এম ৬ঃ২১ পিএম
৩০শে রমজান ২০ মার্চ শুক্রবার ৪ঃ৫০ এম ৬ঃ২২ পিএম

শেষ কথাঃ রমজান মাসের সময়সূচি ২০২৬

রমজান মাসের সময়সূচি ২০২৬। রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় একটি মাস। এই মাসে মুসলমানরা সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন, নামাজ পড়ে, কুরআন তেলাওয়াত করে, জিকির, দোয়া, ইবাদত, দান ছদ্গা অন্যান্য মাসের চেয়ে অনেক বেশি করে থাকেন।রমজান মাস আমাদের জন্য আত্মশুদ্ধি ধৈর্য ও আল্লাহর নৈকট্য লাভের একটি সুবর্ণ সুযোগ তৈরি করে দেয়।

 আসুন আমরা সবাই রোজা রাখি, সঠিক সময়সূচী মেনে সেহরি ও ইফতার করি এবং নিয়মিত ইবাদত করার মাধ্যমে আমরা এই পবিত্র মাসের পূর্ণতা লাভ করতে পারি। রমজান মাস আমাদের জীবনকে সুন্দর ও সুশৃংল রাখার শিক্ষা দেয়। সব মিলিয়ে রমজান মাস মানুষকে আত্মশুদ্ধি, আল্লাহর নৈকট্য লাভ এবং পরকালের জন্য, প্রস্তুতির এক অনন্য সুযোগ তৈরি করে দিয়েছে। রমজান মাসের সময়সূচি ২০২৬। আমার এই পোষ্টটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানালে কৃতজ্ঞ থাকিব।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সুপারমাষ্টার আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Mohammad Nurul Islam
Mohammad Nurul Islam
আমি সুপারমাষ্টার আইটির অ্যাডমিন এবং একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমি একজন অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি। ৫ বছরের অভিজ্ঞতায় আমি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে থাকি।